রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড় মিল মাঠে আগামী ৫ আগস্ট বিএনপি’র বিজয় র্যালী, মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে গোয়ালন্দ মোড় বিএনপির আঞ্চলিক পার্টি অফিসে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদল সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাড. মো. আসলাম মিয়া।
উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো. সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর খান, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মিঠু, গোয়ালন্দ পৌর যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জান কামরুল, জেলা শ্রমিক দলের নেতা মো. রফিকুল ইসলাম আলম, মো. ফজলুল হক, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের নেতা আবজাল, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদার, পৌর ছাত্র দলের সভাপতি আজিম ইসলাম, জেলা ওলামাদলের নেতা আল আমিন, গোয়ালন্দ মহিলা দলের নেত্রী জোৎনা আক্তার সহ জেলা, সদর ও উপজেলা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা আগামী ৫ আগস্ট গোয়ালন্দ মোড় মিল মাঠে বিএনপি’র বিজয় র্যালী ও মহাসমাবেশকে সফল করতে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহবান জানান।
সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মালেক খান।