বিশ্বব্যাপী করোনা মহামারির প্রাদুর্ভাবে বৈশি^ক অর্থনীতি মারাত্মক ভাবে বিপর্যস্ত। ক্ষুদ্র, মাঝারী এমনকি বৃহৎ অর্থলগ্নী প্রতিষ্ঠানগুলি তাদের সক্ষমতা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশের চিত্র এর বাইরে নয়। সদ্য মধ্যম আয়ের দেশের মর্যাদায় প্রবেশের প্রাক্কালে কোভিড ১৯ একটি মারাত্মক চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে এদেশের ক্ষুদ্র ও মাঝারী উদ্যোগের উপর। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলি বিশেষ করে ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান সমুহ কোভিড ১৯ মোকাবিলায় ব্যাপকভাবে কর্মতৎপরতায় লিপ্ত রয়েছে। করোনাকালীণ ক্ষুদ্র উদ্যোগ সমুহের বাধা ও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিষ্ঠানগুলি সহনীয় আদায় প্রক্রিয়া এবং উদার বিনিয়োগের ফলে সাময়িক হুমকি কাটিয়ে উঠতে দেশব্যাপী ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্টান সমুহের সক্ষমতা অটুট রাখার প্রশ্নে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক সম্মেলন। উন্নয়ন সংগঠন “ক্রেডিট এ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম” (সিডিএফ) এর আয়োজনে খুলনা বিভাগ, পাবনা ও বৃহত্তর ফরিদপুর জেলায় কর্মরত ক্ষুদ্র অর্থায়ন সংস্থা সমুহের প্রতিনিধিদের নিয়ে দিশা টাওয়ার কুষ্টিয়ায় ২৪ শে মার্চ অনুষ্ঠিত হয় “কোভিড ১৯ বনাম ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্টান সমুহের টেকসহিত্ব” শীর্ষক আঞ্চলিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটির ( এম আর এ) এক্সিকিউটিভ ভাইচ চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, পিপিএম-বার, নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনজুর রহমান বিশ^াস। সভায় সভাপতিত্ব করেন সিডিএফ এর চেয়ারম্যান মুর্শেদ আলম সরকার।