রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মানদীর জলমহালে আগের মতোই জলকর না দিয়ে মাছ শিকার করছে প্রভাবশালীরা। জলমহলের বৈধ লীজ নিয়েও মাছ শিকার করতে পারছেন না মো. আলামিন মন্ডল মন্টু।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওমর নামে এক ব্যক্তির নেতৃত্বে নদীর মাছ ধরে জিন্নাহ, আমীন, মুক্তার, সামসু, মমিন, রশিদ, বাবলু, রাজীব, সাকাই, কাসী, নিরঞ্জন, আজিম, রফিক, মজিদসহ আরো ১০/১২ জন। তারা মাছ শিকারে ঘন ব্যারজাল ও নিষিদ্ধ চায়না দুয়ারীর ব্যবহার করছে। এদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় মৎস্য অফিসে যোগাযোগ করেই তারা মাছ ধরেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকর সাথে যোগাযোগ করতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। মোবাাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
লীজগ্রহীতা আলামিন মন্ডল মন্টুর সাথে দেখা হয় তার বাড়ীতে। জলমহাল আর অর্থ হারিয়ে সে এখন নিস্ব। মন্টু জানায়, আমি ৫ বছরে প্রায় ১১ লক্ষ টাকার লীজের টাকা পরিশোধ করি। কিন্তু মাছ মারতে পারিনি। এতো দিন প্রভাবশালীরা আমার লীজকৃত জলমহাল এর মাছ লুট করে নিয়ে গেছে। এখনও তাকে মাছ শিকার করতে দিচ্ছে না। যেকারণে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।