টীম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় তাদেরকে নীতিকথাও শেখানো হয়। বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তৃতা করেন টীম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি ও শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক আহসান হাবীব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমীন পারভীন, শিশুরাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, সংগঠনের উপদেষ্টা সুজিৎ কুমার প্রামানিক, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, বাশার মল্লিক, সুমন মল্লিক প্রমুখ।
বক্তারা বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। গাছের থেকে পরম বন্ধু আর কেউ নেই। গাছের প্রয়োজনীয়তা আমাদের উপলদ্ধি করতে হবে। বেশি বেশি করে গাছ লাগাতে হবে। শিক্ষাার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়া শিখে তোমাদের সুনাগরিক হতে হবে। একজন সুনাগরিক সমাজকে পরিবর্তন করে দিতে পারে। সুনাগরিক হওয়ার প্রধান শর্ত শিক্ষক ও গুরুজনকে মান্য করা। সময়কে কাজে লাগানো। এক মুহূর্ত সময়ও নষ্ট করা চলবে না।
প্রসঙ্গত টীম রাজবাড়ী ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে মানবিক ও সামাজিক কাজ করে আসছে। চলতি বর্ষা মৌসুমে জেলার চারটি বিদ্যালয়ে প্রায় পাঁচশ গাছের চারা বিতরণ করেছে সংগঠনটি।