পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে রাজবাড়ীর দৌলতদিয়ায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রেজাউল করিম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম মনির, প্যাণেল চেয়ারম্যান জামাল মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু সরদার, দৌলতদিয়া ইউ.পি সচিব মোঃ মেনামুল হাসান মিন্টু সহ অন্যান্যরা প্রমুখ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশের সেবা কার্যক্রম সর্বসাধারণের হাতের কাছে পৌঁছে দিতে এবং গ্রাম্যপর্যায়ের সমস্যা গুলো চিহ্নিত করতে আমাদের এই বিট পুলিশং ‘ ওপেন হাউজ ডে’। গোয়ালন্দ থেকে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, কিশোর অপরাধসহ নানাবিধ সমস্যা সমাধান করতে সকলের সহযোগিতা চাই।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম বলেন, বর্তমানে রাজবাড়ী জেলা পুলিশের সকল সদস্যই শতভাগ সচ্ছলতার সাথে কাজ করে যাচ্ছে। ঘুষ বা দুর্নীতি করার কোন সুযোগ নেই সবসময়ই মনিটরিং করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।