মোক্তার হোসেন, পাংশা ॥
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, ল্যাকটেটিং উপকারভোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ীর উপপরিচালক ও পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. আজমীর হোসেন, পাংশা হাসপাতালের সহকারী সার্জন ডা. নাদিয়া নওশিন ও পাংশা হাসপাতালের ওসিসি’র প্রোগ্রাম অফিসার ইমন আরেফিন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মেহের আফরোজ শাপলা। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থা সমূহের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।