নিজস্ব প্রতিবেদক ॥
রাজবাড়ী পৌরসভার উদ্যোগে শহীদ খুশী রেলওয়ে ময়দানে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ প্রমুখ। সভাপতিত্ব করেন পৌর মেয়র আলমগীর সেখ। প্রধান অতিথি সাংসদ কাজী কেরামত আলী বলেন, মাদক ও জঙ্গীবাদ যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে এসব নির্মূল করতে হবে। এজন্য যুবসমাজকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করা বেশি প্রয়োজন। জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, আমাদের শিশু কিশোর ও যুবদেরকে সকল অমানিশা ছাপিয়ে ক্রীড়াঙ্গনে ফেরত আনতে হবে। তাহলেই আমরা একটি সুদক্ষ জাতি গঠন করতে সক্ষম হবো। আমাদের উচিৎ শিশুদের কে স্বপ্ন দেখানো। পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, অবক্ষয়মুক্ত কিশোর বান্ধব সমাজ গড়তে ক্রীড়াঙ্গনের বিকল্প নেই। এ ক্ষেত্রে আমাদের সকলেরই সঠিক দায়িত্ব পালন করতে হবে। টি ২০ ফরম্যাটে অনুষ্ঠিত টুর্নামেন্টে পৌরসভার ৯টি ওয়ার্ড ক্রিকেট দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় পৌরসভার ৮নং ওয়ার্ড একাদশ ৬২ রানে ২নং ওয়ার্ড দলকে পরাজিত করে।