গোয়ালন্দ প্রতিনিধি ॥
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। রোববার বেলা১১ টায় দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্ত্বরে সেভ দ্য চিলড্রেন’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় কর্মজীবী কল্যাণ সংস্থা- কেকেএস রিলাকস প্রকল্পের আয়োজনে এ সকল শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ এবং কেকেএস প্রদীপ প্রকল্প হতে নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে কেকেএস প্রদীপ প্রকল্পের পক্ষ হতে নবাগত শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে ফুল ও রঙিন বেলুন দিয়ে বরণ করা হয়। কেকেএস রিলাকস প্রকল্প হতে শিক্ষা উপকরণ হিসাবে একটি ব্যাগ, একটি কলম, ৩ টি খাতা, ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসাবে দুটি সাবান, একটি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার তুলে দেয়া হয়।
দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে কেকেএস প্রদীপ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাবিনা ইয়াসমিন পুতুলের সঞ্চচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মো. বজলুল রহমান, রাজবাড়ীর সেভ দ্য চিলড্রেন ম্যানেজার(শিক্ষা) সাইফুল ইসলাম খান সেলিম, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মো. রেজাউল করিম (নিলু মন্ডল), ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো. জুলহাস মোল্লা, কেকেএস প্রদীপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রুমা খাতুন,আন্তঃ জেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ছালাম মোল্লা, মো. রাজ্জাক প্রমুখ।