সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি ॥
‘একটাই লক্ষ্য ,হতে হবে দক্ষ’। দক্ষতা ভিত্তিক শিক্ষার কোন বিকল্প নেই। দেশে দক্ষ জনশক্তি গড়ার মানসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটা উপজেলাতে একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ(টিএসসি) নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় ২০১৬-২০১৭ অর্থ বছরে ১৪ কোটি ৫১লক্ষ ৭২ হাজার টাকা ব্যয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ঢালী কনষ্ট্রাকশন লিঃ কাজটি করছে। প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শেষ না হতেই মুজিববর্ষে স্কুল শাখায় ভর্তি করে পাঠ দান পুরোদমে শুরু করেছে স্কুল কতৃপক্ষ।
স্কুলের অফিস সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানে ৫ জন শিক্ষক ও ৩জন কর্মচারী চলতি বছরের প্রথম দিকে যোগদান করেছেন। এ পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণীতে ৬৫ জন সপ্তম শ্রেনীতে ৪৬ জন ৮ম শ্রেনীতে ৩৩ জন ও নবম শ্রেনীতে ৬১ জন ভর্তি হয়েছে। প্রতিষ্ঠানে ভর্তি চলমান রয়েছে। নবম শ্রেণির ছাত্র প্রত্যয় দাস, পল্লব সিংহ প্রতিবেদকে জানায়, সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার আনন্দই আলাদা। কয়েকদিন হলো স্যারেরা যেভাবে ক্লাসে নিয়মিত পাঠদান করাচ্ছেন তাতে করে একটু বাড়ীতে চর্চা করলে ভাল রেজাল্ট করবো। প্রাইভেট না পড়লেও চলবে। টি এস সির অধ্যক্ষ ড. মোঃ আনিছুর রহমান জানান, কারিগরি শিক্ষার প্রতি এলাকার জনগনের আগ্রহ ভালো। ইতিমধ্যে পাশ্ববর্তী উপজেলা কালুখালী, পাংশা ও মধুখালী হতে ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে। আগামী শিক্ষাবর্ষ ২০২৩ সালে লটারীর মাধ্যমে ভর্তি নিতে হবে। এজন্য দ্রুত ভবনের নির্মান কাজ শেষ হওয়া প্রয়োজন। সেই সাথে প্রতিষ্ঠানের অনুকূলে ৬৪ জন শ্ক্ষিক কর্মচারী পদ পূরন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দ দিলেই লক্ষ্য অর্জন সম্ভব।