মোক্তার হোসেন, পাংশা ॥ পেশায় তিনি চিকিৎসক। নাম জহিরুল হাসনাইন মিঠু। গান-কবিতা ভালো লাগে। নিয়মিত চর্চাও করেন। এবারের অমর একুশে গ্রন্থমেলা ফাল্গুন ১৪২৮, ফেব্রুয়ারী ২০২২ উপলক্ষে ৬৪টি গান সম্বলিত তার প্রথম গানের বই ‘কিছু গানের কথা’ প্রকাশ করেছে ‘এবং মানুষ’ প্রকাশনী। জহিরুল হাসনাইন মিঠুর পিতা মরহুম আবদুল মান্নান সরকারি কর্মকর্তা ও কবি ছিলেন। তার মাতা নুরুন নাহার বেগম একজন সাহিত্য অনুরাগী। স্থায়ী ঠিকানা ঃ গ্রাম- চর পাতুরিয়া, উপজেলা- কালুখালী, জেলা-রাজবাড়ী।
‘কিছু গানের কথা’ বইয়ের লেখক ডা. জহিরুল হাসনাইন মিঠু বলেন, এটি আমার প্রথম প্রকাশিত গানের বই। গানগুলি ২০১৫ থেকে ২০২১ এর মধ্যে লেখা। গানগুলোতে শব্দের সাথে শব্দের প্রেম, বাক্যের সাথে বাক্যের প্রেম ফুটিয়ে তোলা হয়েছে। মানুষের মনের চাওয়া-পাওয়া এবং মন কিভাবে এই ভুবনে গোপনে কাজ করে যায় তাও ফুটিয়ে তোলা হয়েছে। বেশিরভাগ গানের মধ্যে সুর করা হয়ে গেছে, এখন প্রকাশের অপেক্ষায়। সবার সহযোগিতা পেলে শীঘ্রই দ্বিতীয় গানের বই প্রকাশ করার ইচ্ছে আছে। গান নিয়ে থাকতে চাই, ভালোভাবে থাকতে চাই। গান লিখতে ও সুর করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আশা করি গানগুলোর কথা সবার ভালো লাগবে। সমাদৃত হলেই পরিশ্রম সার্থক হবে বলে উল্লেখ করেন তিনি।
এবং মানুষ (সাহিত্য বিষয়ক ছোটকাগজের) সম্পাদক কবি প্রাবন্ধিক গল্পকার ও সাহিত্য আলোচক আনোয়ার কামাল বলেন, ‘কিছু গানের কথা’ কবির প্রথম গানের বই। গানগুলোকে একমলাটে আবদ্ধ করার প্রয়াস থেকেই গ্রন্থটি আত্মপ্রকাশ করেছে। এ গ্রন্থের প্রতিটি গানই অনেক আবেগময়ী, শ্রুতিমধুর। অধিকাংশ গানই প্রেমময় আবহে নিমজ্জিত। গানের কথায় যাদুময়তা ছড়িয়ে আছে।