স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলার ৬৩ ওয়ার্ডে মুক্তিযুদ্ধের চেতনা,স্মৃতিচারন ও গল্প নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ সদস্যগন এই কর্মসূচির আয়োজন করে। মদাপুর ইউনিয়ন পরিষদের সামনে মুক্তিযুদ্ধের চেতনা,স্মৃতিচারন ও গল্প নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ডের সদস্য মজিবর রহমান। সভায় মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আজাহার আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে রহমত আলী, ইউনিয়ন পরিষদ সদস্য বিউটি বেগম, মনজিলা আক্তার, শাহ আলম, লতিফ মন্ডল, জাহিদ শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া এলাকায় মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারন ও গল্প নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম। সভায় মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আকামত আলী। সভায় ইউনিয়ন পরিষদ সদস্য রোজিনা আক্তার, মাসুদ রানা, রফিকুছ সালেহীন, একরাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মৃগী ইউনিয়নের পবন পাঁচবাড়ীয়া মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারনও গল্প নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের সদস্য এরশাদ আলী। সভায় মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হিমবাত আলী। সভায় মকছেদ আলী, ইউনুচ মাস্টার, গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।
কালিকাপুর ইউনিয়নের হরিনবাড়ীয়াবাজারে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারনও গল্প নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের সদস্য বিল্লাল মন্ডল। সভায় মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খলিলুর রহমান। সভায় কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, আমিনুর রশীদ মুছা,শাহীন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্যার ঘাট এলাকায় মুক্তিযুদ্ধের চেতনা,স্মৃতিচারনও গল্প নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ডের সদস্য আ: লতিফ মোল্যা। সভায় মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আ: খালেক । সভায় বিশেষ অতিথি হিসেবে আজাহার সরদার, স্বপন মাষ্টার, মহির উদ্দিন, রুবেল আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে মুক্তিযুদ্ধের চেতনা,স্মৃতিচারনও গল্প নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম। সভায় মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গনি মোল্যা। সভায় বিশেষ অতিথি হিসেবে আহমদ আলী, মুজাহিদুল ইসলাম, নুরুল ইসলামপ্রমুখ বক্তব্য রাখেন। বোয়ালিয়া ইউনিয়নের আদিবাসী পাড়ায় মুক্তিযুদ্ধের চেতনা,স্মৃতিচারনও গল্প নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের সদস্য আ: করিম মোল্যা। সভায় মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খালেক সরদার। সভায় বিশেষ অতিথি হিসেবে রতন সাহা, নিতাই কুমার সাহা, নাজমুল হাসান, বাবু মন্ডলপ্রমুখ বক্তব্য রাখেন।