বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলা বাউল সাংস্কৃতি ফোরামের ৬১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটির সভাপতি হয়েছেন ডলি পারভীন ও সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী মোজাহিদ রহমান কামরুল।
এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম বাউল, সহসভাপতি শাহ আলম সম্ভু, সহসভাপতি আবু আয়ুব মোল্লা লাফু, সহসাধারন সম্পাদক আ. রাজ্জাক বাউল, মুন্নছ মন্ডল,শ্রী অমল হালদার, সাংগঠনিক সম্পাদক জামলাল পাগল, সহসাংগঠনিক সম্পাদক জসিম বাউল ও রব্বেল মাষ্টার।
কোষাধ্যক্ষ তোফাজ্জেল হোসেন,সহ কোষাধ্যক্ষ টিপু মৃধা, কান্ত বাউল, প্রচার সম্পাদক খোকন মন্ডল, সহ. প্রচার সম্পাদক সোহেল পাগল, আঃ রাজ্জাক মাঝি।
দপ্তর সম্পাদক জিন্নাহ বাউল, সহ.দপ্তর সম্পাদক ইউসুফ পাগল,আজমল সাধু,সাংস্কৃতি সম্পাদক মন্টু বয়াতি,সহ সাংস্কৃতি সম্পাদক আজগর বাউল,গনমাধ্যম সম্পাদক আবু বকর সিদ্দিক,সহ.গনমাধ্যম সম্পাদক রুহুল আমীন, গনমাধ্যম সম্পাদক ফজলুল হক, আইন বিষয়ক সম্পাদক রোস্তম বাউল,মহিলা সম্পাদক হামিদা পারভীন,সহ. মহিলা সম্পাদক আশা উসমান উর্মি,রুপা বাউল,শ্রীমতি অনিতা সরকার,তথ্য ও গবেশনা সম্পাদক হারুন বাউল,আতিক মষ্টার,স্বপন মাষ্টার,তরিকত বিষয়ক সম্পাদক মসিউর রহমান,সহ. তরিকত বিষয়ক সম্পাদক শাহাদত বাউল, তরিকত বিষয়ক সম্পাদক আনিছ ফকির।
কার্যনির্বাহী সদস্য হলেন, ফকির ইউনুচ বাউল,ডা: আলী আহমদ,মিলন ঢুলি,কাত্তিক শাহ, তৌহিদ বাউল,মোস্তফা বাউল,মনিরুল বাউল, ওমর আলী সাধু,খালেক পাগল,হালিম পাগল,আরিফ সাধু,শুকচাঁদ পাগল, খোরশেদ মন্ডল, মিজান বাউল, আনোয়ার মন্ডল,মোবারক আলী, রাকিবুল ইসলাম,মালেক পাগল,টুটুল আহমেদ,শ্রী বাসু রবি দাস,খবির মন্ডল,আ: আলীম বাউল,বকু বয়াতি,মজনু বাউল ও জিন্না সরকার।
বৃহস্পতিবার সকালে কালুখালী উপজেলা বাউল সাংস্কৃতি ফোরামের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে,৬১ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ ৩ বছর ।