রাজবাড়ীর গোয়ালন্দে একশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রানা খান (৩২) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত ৯ টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া যুবক রাজবাড়ী সদর উপজেলার বক্তারপুর গ্রামের আক্কাছ খানের ছেলে । তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ তিনটি মামলা আদালতে বিচারাধীন।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর মাতুব্বরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালায়। এ সময় একশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রানা খানকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত রানা খানের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।