সেভ দ্য চিলড্রেন এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) সিইউসি প্রকল্পে গোয়ালন্দ উপজেলায় ৫৪ টি ক্যাচ আপ ক্লাব উদ্বোধন করা হয়। করোনা মহামারির কারণে শিশুদের পড়ালেখার যে ঘাটতি হয়েছে তা পূরণের লক্ষ্যে, সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে,গোয়ালন্দ উপজেলায় ৫৪ টি ক্যাচ আপ ক্লাব স্থাপন করা হয়।
উপজেলার ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ঘর ভাড়া নিয়ে ৫৪ টি ক্যাচ আপ ক্লাব স্থাপন ও ৫৪ জন ফ্যাসেলিটেটর নিয়োগ দেওয়া হয়েছে। অত্র ১.৯.২২ তারিখ বৃহস্পতিবার এক যোগে ৫৪ টি ক্যাচ আপ ক্লাব উদ্বোধন করা হয়। গোয়ালন্দ উপজেলায় ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালযের ৩য়-৫ম শ্রেণির সকল শিশুদের বর্ণস্তর,শব্দস্তর,বাক্যস্তর,ও গল্পস্তরে মূল্যায়ন করা হয়। যে সকল শিশু বর্ণস্তর,শব্দস্তর,বাক্যস্তর,ও গল্পস্তরে রিডিং পড়তে পারে না তাদেরকে স্তর ভিত্তিক ভাগ করে শিক্ষা দেওয়া হচ্ছে। ¯ু‹লে ক্লাশ শুরুর আগে ও ছুটির পরে ক্যাচ আপ ক্লাব পরিচালনা করা হচ্ছে। যদু ফকীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আওতায় একটি ক্লাব উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। সাইফুল ইসলাম খাঁন সেলিম, এডুকেশন ম্যানেজার সেভ দ্য চিলড্রেন, ওহিয়ার রহমান, ডেপুটি ম্যানেজার সেভ দ্য চিলড্রেন, রুমা খাতুন, কো-অর্ডিনেটর কেকেএস, মোঃ শামসুল হক সহকারি প্রকল্প কর্মকর্তা, আলমগীর হোসেন মিল অফিসার এবং ৫জন কোচ, রওনক আরা, জিনিয়া আক্তার, আলপনা, আঃ খালেক ও সাহাদ। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবক, শিক্ষক, স্থানীয় জন প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।