ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখা সোমবার সদর উপজেলার কোলারহাট বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় কোলারহাট বাজারের আরোগ্য মেডিকেল হল এবং মন্ডল ফার্মেসীকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং পণ্যের মোড়ক ব্যবহার বিধিমালা যথাযথভাবে প্রতিপালন না করায় একই বাজারের মামুন স্টোরকে ৩৭ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়।