গোয়ালন্দের দৌলতদিয়ায় যৌনপল্লী ও আশেপাশের দরিদ্র শিশুদের শিক্ষার ক্ষেত্রে নানা প্রতিকূলতা দূর এবং সুরক্ষা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতদিয়া ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও কর্মী ও ম্যানেজিং কমিটির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বেসরকারি সংস্থা কর্মজীবী কল্যাণ (কেকেএস) গ্রামীণ সামাজিক কেন্দ্রে সেভ দ্য চিলড্রেনের ব্যবস্থাপনায় সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেকেএস সেফ হোমের প্রজেক্ট কো-অর্ডিনেটর আমজাদ হোসেন। সভায় উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজের প্রভাষক মনা সালেহা, ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মানিক শেখ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য চম্পা খাতুন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি ব্যবস্থাপক বিকাশ চন্দ্র বিশ্বাস, মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ফিল্ড সুপার ভাইজার শেখ রাজীব, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী ও সমাজসেবক মান্নান মিয়া প্রমূখ।