রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জনসচেতনতায় এইচআইভি এইডস,বাল্য বিবাহ,মাদক,ইভটিজিং ও কোভিড-১৯ বিষয়ে নাটক মঞ্চায়িত হয়েছে। মঙ্গলবার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে দৌলতদিয়ায় অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তর দেশের বৃহত্তম যৌনপল্লীর বাসিন্দাসহ কমিউনিটির জন সাধারণকে এইচআইভি এইডস,বাল্য বিয়ের কুফল,ইভটিজিং,মাদক ও কোভিড-১৯ সম্পর্কে সচেতনতার লক্ষে সম্মিলিত নাট্য দলের পরিবেশনা ও পরিচালনায় “আলোর পথে” নামক নাটক মঞ্চায়িত হয়। এতে অভিনয় করেন-সম্মিলিত নাট্য দলের ইসলাম মোল্লা, মাইনদ্দিন মানু, আতাউর রহমান, কাশেম বিশ্বাস, আরশাদ হোসেন সবুজ, সাধন কুমার বিশ্বাস, আজিজুল ইসলাম, প্রণব ঘোষ প্রমুখ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. মোশারফ হোসেন প্রামানিক, দৌলতদিয়া ইউপি সচিব এনামুল হক মিন্টু, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী, সহকারী ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দত্ত, আবাসিক মেডিকেল অফিসার সৌরভ কুমার বিশ্বাস, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জুয়েল রানা, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, মো. শরিফ হোসাইন প্রমুখ।
নাটক মঞ্চায়নের পূর্বে ‘গহীনে লালন শিল্প গোষ্ঠী, গোয়ালন্দের পরিবেশনায় গান করেন স্থানীয় শিল্পীবৃন্দ।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী বলেন, প্রতিবছর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে চির সাপোর্ট কমিটির সার্বিক সহযোগিতায় উপজেলা ব্যাপী এ ধরনের সচেতনতামূলক নাটকের আয়োজন করা হয়।