রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সাতোটা গ্রামে অন্ত¡সত্ত্বা গৃহবধূ রিমা বেগম ও তার স্বামী লাল্টু মিয়াকে দুর্বৃত্তরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া হেছে। পরে তারা লাল্টু মিয়ার পুকুরে বিষ দিয়ে প্রায় দুই লাখ টাকার মাছ নিধন ও একটি কলাবাগান ধ্বংস করে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিমা বেগম কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে শাহীন, হিটু, সুমন. সজীবসহ নয়জন রোববার সকালে তাদের কলাবাগান ধ্বংস করে। তার স্বামী প্রতিবাদ করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। পরে তাকে ও তার স্বামীকে রড দিয়ে এলোপাথারি মারধর শুরু করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। যাবার পথে বাড়ির অনতিদূরে সাতোটা ছোট গেটের কাছে তাদের পুকুরে বিষ দিয়ে প্রায় দুই লাখ টাকার মাছ নিধন করে।
লাল্টু মিয়া জানান, তিনি পেশায় একজন কৃষক। কী কারণে তাদের উপর এ হামলা হলো তা তিনি জানেন না। অনেক কষ্ট করে তিনি পুকুরে মাছ চাষ করেছিলেন। তার শখের কলাবাগানটিও ধ্বংস করেছে। এতে সব মিলিয়ে তার সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এর বিচার দাবি করেন।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, দাপ্তরিক কাজে তিনি কালুখালীর বাইরে আছেন। তবে বিষয়টি তিনি শুনেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছেন। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।