সেভ দ্য চিলড্রেন ও কেকেএস এর বিভিন্ন প্রকল্প নিয়ে সোমবার রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, সাইফুল ইসলাম খান সেলিম, প্রজেক্ট ম্যানেজার, সেভ দ্য চিলড্রেন, ওহিয়ার রহমান, ডেপুটি ম্যানেজার, সেভ দ্য চিলড্রেন, রুমা খাতুন, প্রজেক্ট কো-অর্ডিনেটর কেকেএস। মিটিং এর আলোচ্য বিষয় ছিল:
সভায় নতুন প্রকল্প ক্যাচ-আপ ক্লাব (ঈঁঈ), প্রত্যয় (প্রতিবন্ধি) স্কুলে প্রকল্পের সাপোর্ট, যৌনপল্লীর শিশু ও মায়েদের উন্নয়নে আর কি কি কাজ করা যায় বিষয়ে বিষদ আলোচনা হয়।
সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে রয়েছে; ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাচ-আপ ক্লাব (ঈঁঈ) গঠন করে পড়ানো হবে। কেকেএস প্রদীপ প্রকল্প থেকে প্রত্যয় (প্রতিবন্ধি) স্কুলে ৩ জন শিক্ষক ও একজন অফিস সহকারীকে ভোলেন্টিয়ার হিসাবে সম্মানি প্রদান করা হবে এবং যৌন পল্লীর মায়েদের সঞ্চয়ী করার জন্য ব্যাংকিং পদ্ধতিতে কাজ করতে উদ্বুদ্ধ করা হবে।