রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ওষুধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোয়ালন্দ বাজারে মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন ফার্মেসি এবং দোকানের বিভিন্ন লাইসেন্স, পণ্যের গুনগত মান এবং প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ তারিখ যাচাই-বাছাই করা হয়।
মেসার্স বেবী ফার্মেসীর লাইসেন্স মেয়াদোত্তীর্ণ থাকায় ঔষধ আইন,১৯৪০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার সকল ফার্মেসীর মালিককে লাইসেন্স হালনাগাদ করার বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে।