গোয়ালন্দের দুর্গম চর কুশাহাটা পরিদর্শন করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। এসময় গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, থানা পুলিশ এবং নৌ পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সাংবাদিক সহ জেলেদের সাথে মতবিনিময় করা হয়।
পরে এনজিওর সহযোগিতায় চলমান একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে মতবিনিময় এবং বন্দে আলী মিয়ার আমাদের গ্রাম নিয়ে আলোচনা করা হয়। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বিদ্যালয় নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। এসময় সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হয়।
ইউএনও জাকির হোসেন জানান, দৌলতদিয়া ঘাট থেকে ট্রলারে করে প্রায় ৪০ মিনিট নদীপথ এবং ক্যানাল অতিক্রম যেতে সময় লাগে। পাবনা বর্ডারে। প্রায় ১৭০ টি পরিবারের বসবাস। ছোটছোট ঘর কিছু টিনের কিছু সেমিপাকা। প্রতিটি ঘরই একেকটি খামার। গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর এবং শাকসবজি সবই নিজেদের উৎপাদিত। সবাই বিদ্যুৎ সুবিধাভোগী। কুশাহাটের বাসিন্দারা সাহসী এবং কর্মঠ। উন্মুক্ত পদ্মার মাছ আহরণই তাদের জীবিকার অন্যতম মাধ্যম।