রাজবাড়ী ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শুক্রবার রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশে সজীব ওয়াজেদ জয় প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। সায়মা ওয়াজেদ পুতুল নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করছেন প্রতিবন্ধীদের জন্য। ভারতে জাওয়া, পকিস্তানের মালালা ইউসুফ জাই এরা একেকজন দেশের সম্পদ। তোমাদের মধ্যেও সে প্রতিভা লুকিয়ে আছে। তোমরা চেষ্টা করলে, সাধনা করলে তোমাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস , রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল হাসান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের নিউরোসার্জন ডা. শান মো. ইরান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহরিয়ার শিমুল।
দিনব্যাপী এ আয়োজনে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ক্যারিয়ার ফেস্ট উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের স্টল স্থাপন করেছে।