জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী। সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
সভায় বিভিন্ন দপÍরের সরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, সাংবাদিকসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ১৫ আগষ্ট সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০ টায় আলোচনা সভা, এছাড়াও নানা রকম কর্মকান্ডের আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, ঐ দিন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই দিনটি সম্মানের সাথে পালন করবো। আমরা সবাই শ্রদ্ধার সাথে জাতির পিতার শোক দিবস পালন করবো। কোন প্রতিষ্ঠান কিংবা দপ্তর কোন অনুষ্ঠান পালন করলে আমাদের সাথে এক হয়ে পালন করতে পারবে। সকল কে সঠিক নিয়মে পতাকা অর্ধ নর্মিত রাখতে হবে অর্থাৎ পতাকার প্রস্থের সমান মাপ বাঁশের উপর থেকে মেপে লাগাতে হবে।
একই স্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামার এর ৭৩ তম জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়। ৮ আগষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ৫ আগষ্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী।