নব্যতা সংকটের কারণে রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে গত আট দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পরিবহন চালকরা। ফেরি চলাচল বন্ধ থাকায় ট্রলারে অতিরিক্ত ভাড়া দিয়ে ও ঝুঁকি নিয়ে দীর্ঘ নদী পথ পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের।
জৌকুড়া ঘাট সূত্র জানায়, জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটটি রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হয়। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সাথে উত্তরাঞ্চলের জেলাগুলোর সহজ যোগাযোগ মাধ্যম জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট। রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর সহ কয়েকটি জেলার যাত্রী ও পরিবহন পার হয়ে পাবনা, সিরাজঞ্জ, নাটোরসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকে। এ নৌরুটে চলাচল করে তিনটি ইউটিলিটি ফেরি। পদ্মা নদীতে হঠাৎ করে পানি কমে যাওয়ায় নাব্যতা সংকটোর সৃষ্টি হয়। যেকারণে গত ১৫ জুন থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এর আগে পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে গত ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। মাঝে মধ্যেই ফেরি চলাচল বন্ধ থাকায় এ রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়।
রাজবাড়ী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিশ রহমান বি জানান, পদ্মা নদীতে নব্যতা সংকট সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল আপাততঃ বন্ধ রয়েছে। বিকল্প কোনো রুট না থাকায় ফেরি চালানো সম্ভব হচ্ছে না। বিষয়টি তারা পর্যবেক্ষণে রেখেছেন। নব্যতা সংকট দূর হলেই ফেরি চলাচল শুরু হবে।