রাজবাড়ীর কালুখালী উপজেলায় আদালতের আদেশ অমান্য করে লীজকৃত জলমহালে মাছ ধরার অভিযোগ উঠেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লীজগ্রহিতা মো. আল আমীন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন।
আল আমীন জানান, সে বাংলা ১৪২৬ হতে ১৪৩১ সাল পর্যন্ত কালুখালীর গতমপুর হতে জেলা সদরের জৌকুড়া পর্যন্ত পদ্মা নদীর কোল এলাকার জলমহল ইজারা নেন। ইজারার পর থেকে সে ভোগ দখল ও চাষাবাদ করে আসলেও সম্প্রতী একটি প্রভাবশালী চক্র তার জলমহল ভোগে বাধা দিচ্ছে। ওই চক্রের সহায়তায় কতিপয় জেলে বেআইনীভাবে তার জলমহালের মাছ শিকার করছে।
কালুখালীর ধানবাড়ীয়া গ্রামের দুই ব্যক্তির নির্দেশে ওমর আলীসহ বেশকিছু জেলে তার ইজারাকৃত জলমহালে মাছ শিকার করছে। তিনি বিষয়টি নিয়ে রাজবাড়ী সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে আদালত মিজান, লাল্টুসহ জেলেদের জলমহালে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেন।
নাম প্রকাশ না করার শর্তে জলমহালে মাছ শিকাররত জেলেরা জানায়, মিজান ও লাল্ট ুআমাদের কাছ থেকে মাছ ও টাকা নেয়। তারা ইজারাদারকে এই মহাল থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আমরা ইজারাদারের টাকা দেই না।