‘বছর ব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই- আসে’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিধপ্তরের যৌথ উদ্যোগে রাজবাড়ীতে তিন দিন ব্যাপী ফল মেলা শুরু হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শহীদ নুর আকবর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, বেশি বেশি ফলের গাছ লাগাতে হবে। কারণ ফলের গাছ পরিবেশের জন্য উপকারি এবং ভিটামিনের অভাব মিটাতে ফলের ভূমিকা অপরিসীম। অনেকে কাঠের গাছ হিসাবে মেহগনি গাছ লাগান কিন্তু তারা জানেন না এই মেহগনি গাছ পরিবেশের উপকারের চেয়ে ক্ষতি করে বেশি।
সংসদ সদস্য কাজী কেরামত আলী জৈষ্ঠ্য মাস কে মধু মাস আখ্যাদিয়ে বলেন বেশি বেশি ফল খাব, সুস্থ-সুন্দর থাকবো। বেশি ফল খেতে হলে বেশি ফলের গাছ লাগাতে হবে।
জেলা প্রশাসক বলেন, ফল খেলে আমাদের ভিটামিন এর অভাব দুর হবে। যেমন আগে আমরা লটকন ফল তেমন খেতাম না কিন্তু এই ফলটি এত ভিটামিন সি সমৃদ্ধ ফল যা খেলে ভিটামিন অভাব জনিত রোগ নিরাময় করা সম্ভব। তাই আমরা ফলের গাছ লাগাতে সবাই কে উদ্বোদ্ধ করবো।