জেলা প্রশাসন পরিচালিত রাজবাড়ী কালেক্টরেট স্কুলে ফল উৎসব বুধবার অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি আবু কায়সার খান সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং স্কুল প্রতিষ্ঠাকালীন সময়ের রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শায়লা ফারজানা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুবর্ণা রানী সাহা , রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিদ্যালয়ের সদস্য সচিব মার্জিয়া সুলতানা সহ কার্যকরী কমিটির সদস্য বৃন্দ। ছাত্র ছাত্রী ও অভিভাবক দের প্রাণবন্ত অংশগ্রহণ ও উপস্থিতি অনুষ্ঠানে নূতন মাত্রা যুক্ত করে।
পরে শিশুদের পরিবেশনায় ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের কাছে ফলের পরিচিতি তুলে ধরে। শেষে বাহারী ফল দিয়ে ছাত্র ছাত্রী অভিভাবক ও অতিথিদের আপ্যায়ন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, আমাদের শিশুরা মৌসুমি ফল বিমুখ। তারা ফল চেনেনা,অনেক ফলের নাম জানেনা। শিশুদেরকে ফলের সাথে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন। মৌসুমের প্রায় সব ফলের সমাহার ঘটেছিল। স্কুল কর্তৃপক্ষ অনেক ফল সংগ্রহ করে। অভিভাবকগনও নিজেরা প্রচুর ফল এনেছিলেন।