আগামীকাল ২৫ জুন২০২২ সাল,স্বপ্নে পদ্মা সেতু উদ্বোধন দিন। সেতুটির উদ্বোধনের মধ্য দিয়ে পদ্মার এপার ওপারের মানুষের নতুন আশা ভরসা দ্বার উন্মোচন হবে। নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে দেশ। স্বপ্নের সেতু উদ্বোধন অনুষ্ঠানে নিজের স্বপ্ন পূরণে যাত্রা শুরু করেছেন কালুখালীর জালাল।
জালাল রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চরভিটি গ্রামের দরিদ্র কৃষক। কৃষি কাজের পাশাপশি হাডুডু খেলা, নৌকা বাইচ সাঁতার কাটা তার শখের খেলা। কাজের পাশাপাশি খেলাধুলা নিয়েই তার বেশি সময় কাটে।
২০১৪ সালের ২০ ডিসেম্বর। পদ্মা সেতুর কাজ শুরু হয়। সাওরাইল ইউনিয়নের এক চায়ের দোকানে আলাপ চলছিলো পদ্মা সেতু নিয়ে। ওই সময় কারো মতামত ছিলো সেতুর কাজ হবে না। কেউ কেউ বলছিলো মাঝ পথে থেমে যাবে। কেউ বলছিলো এসব লোক দেখানো। এরই মাঝে জালাল উদ্দিন নামে এক কৃষক বলেছিলো পদ্মা সেতু হবে । আমি সেতুর উদ্বোধন দেখতে যাবো নৌকা নিয়ে। একথা শুনে চা দোকানের সবাই হেসেছিলো। জালালকে পাগল বলেছিলো। বলেছিলো,আরে পাগল নৌকা নিয়ে যাবি কি করে ? যেতে হবে সড়ক পথে। জালাল বলেছিলো, নৌকা নিয়েই যাবো।
এরই মাঝে চলতে থাকে পদ্মা সেতুর কাজ। বাড়ী ফিরে জালাল উদ্দিনও শুরু করে নৌকা তৈরির কাজ। জালাল আগেও নদীতে বাইচ দেওয়ার নৌকা গড়েছে। তবে এবারের নৌকা ভিন্ন রকম। সবাই জালালের নৌকা দেখতে আসে। ফিরে যাওয়ার সময় বলে তুমি পাগল হয়ে গেলে নাকি। এসব শুনে মৃদু হাসে জালাল।
এবছর সেতু তৈরির কাজ শেষ হয়। শেষ হয় জালালের নৌকা তৈরির কাজ। তবে কিভাবে চলবে এ নৌকা এ প্রশ্ন সবার।
এবার জালাল নৌকার মাঝি মাল্লা ঠিক করে। ঠিক করে সাজসজ্জা। কিন্তু কেউ জানে না কি করে চলবে নৌকা। অবশেষে জট খুললো। যন্ত্রচালিত ভ্যান গাড়ীতে তোলা হলো জালালের নৌকা। আনা হলো মৃগী বাজারে। বুধবার সন্ধ্যায় জালাল উদ্দিনের নৌকার পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যাত্রা শুরু। মৃগী বাজারে যাত্রা শুরু উদ্বোধন করেন কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমএ মতিন। এসময় জালাল উদ্দিন, মৃগী ইউনিয়ন আওয়ামীলগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদশা সহ শতশত মানুষ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকালে জালাল উদ্দিনের নৌকা কালুখালীর বঙ্গবন্ধু চত্ত্বর পার হয়েছে। দুপুরে পার হয় রাজবাড়ী জেলা। এসময় রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু স্বাগত জানান জালালের নৌকার।
শনিবার জালালের স্বপ্নের নৌকা ভাসবে স্বপ্নের পদ্মা সেতুতে। উদ্বোধন অনুষ্ঠান শেষে ফিরবে রাজবাড়ীর কালুখালী উপজেলা সাওরাইল ইউনিনের ভিটি গ্রামে ।