চার দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
পদ্মায় পানি বৃদ্ধির কারণে গত বৃৃহস্পতিবার রাজবাড়ীর জৌকুড়া ঘাটের পন্টুন ও ফেরিঘাটের সংযোগ সড়ক ডুবে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ঘাট সূত্র জানায়, ফেরি চলাচল বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা পাড়ি দিয়েছেন যাত্রীরা। জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে দুটি ছোট ইউটিলিটি ফেরি চলাচল করে থাকে।
রাজবাড়ী সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিশ রহমান বিশ্বাস জানান, হঠাৎ পদ্মায় পানি বৃদ্ধির কারণে গত বৃহস্পতিবার জৌকুড়া ঘাটের পন্টুন ও সংযোগ সড়ক পানিতে ডুবে যায়। এরপর দুর্ঘটনা এড়াতে ঘাটটি বন্ধ করে দেওয়া হয়। সড়ক বিভাগের পক্ষ থেকে ঘাটটি পুনরায় সচল করার জন্য কাজ করতে থাকি। ঘাট পুনঃস্থাপন ও সংযোগ সড়ক ঠিক করার পর সোমবার সকাল থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।