মাদকদ্রব্যের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে দিনব্যাপি প্রশিক্ষণা কর্মশালা সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়šণ অধিদপ্তর এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মাহাবুর রহমান শেখ।
বক্তৃতা করেন রাজবাড়ী মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভির হোসেন খান, রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়ালসহ ইউনিয়ন জন প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তযোদ্ধা ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
কর্মশালায় সকল ধরনের মাদকের বিরুদ্ধে সমাজের সব শ্রেণি পেশার মানুষের একাত্ম হয়ে কাজ করার অনুরোধ জানান অতিথিরা। উঠতি বয়সি ছেলে মেয়েদের মাদকের হাত থেকে রক্ষায় বাবা, মা’কে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তারা।