রাজবাড়ী বালিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বসতবাড়ী ও মাঠে চাষযোগ্য আগাম শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ কর্মসূচির উদ্ধোধন হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির বাস্তবায়নে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে বিতরণী কার্যক্রমের শুভ উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা মো তানভীর আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার সাখাওয়াত হোসেন গালিব, উপসহকারী কৃষি অফিসার আক্রাম হোসেন সহ উপকারভোগীরা।