‘ওলডার পার্সন ড্রাইভিং লোকাল এন্ড গ্লোবাল একশন: আওয়ার এসপিরিশন আওয়ার ওয়েল বিয়িং আওয়ার রাইট’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে রাজবাড়ীতে বিশ^ প্রবীণ দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি তার বক্তৃতায় বলেন, প্রবীণ ব্যক্তিরা সমাজের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নৈতিক মূল্যবোধের ধারক-বাহক। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, যতœ ও সহানুভূতিশীল আচরণের মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে। ।
অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পািরচালক রুবায়েত মো. ফেরদৌস।