রাজবাড়ী পাংশার কশবামাজাইলে যৌথবাহিনীর সফল অভিযানে একটি ওয়ান শুটারগানসহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মনির বিশ্বাস এর বাড়ির পশ্চিম পাশে ডুমুর গাছের নিচে হইতে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।
পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি সচল ওয়ান শুটার পাইপ গান, ১টি সবুজ রংয়ের তাজা কার্তুজ, ৫টি সবুজ রংয়ের পটকা, ১টি হাঁসুয়া ও ১টি ৩৬ ইঞ্চি লম্বা হকিস্টিক।