রাজবাড়ীর ২ আসন বাংলাদেশ গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী জাহিদ শেখ শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
২ অক্টোবর বৃহস্পতিবার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পূজামন্ডব পরিদর্শনকালে তিনি বলেন শান্তিপূর্ণভাবে পুজা অনুষ্ঠিত হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীসহ প্রতিটি রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, আমাদের রাজবাড়ী ২ আসনের মানুষ শিক্ষা স্বাস্থ্য খাতে অনেক পিছিয়ে আমি সুযোগ পেলে এর উন্নয়নে কাজ করবো। এছাড়াও সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক বন্ধসহ মানুষের কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করবো। এসময় যুব অধিকার পরিষদের জেলা শাখার সাবেক সিনিয়র সহ- সভাপতি ও ছাত্রঅধিকার পরিষদের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি কাজী সাইফুল ইসলাম অভি, কালুখালী উপজেলা শাখার সভাপতি মো. ওবায়দুর রহমান, বালিয়াকান্দি উপজেলা শাখার সাংগঠণিক সম্পাদক সারাফত ইসলাম অনিক’সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।