রাজবাড়ীর কালুখালী উপজেলায় মা ইলিশ সংরক্ষনের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য অফিস কালুখালী পশ্চিম হরিনবাড়ীয়া পদ্মানদীর তীরে এই অনুষ্ঠানের আয়োজন করে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীন এ সভার সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক। সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, তৈয়ব আলী, মৎস্যজীবী ফকির উজ্জল,রিপন বিশ্বাস, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান প্রমুখ। সভায় প্রজনন মৌসুমে পদ্মা নদী থেকে কোন মা ইলিশ ধরা হবে না বলে মৎস্যজীবীদের শপথ পড়ানো হয়।