প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী এসেছে চীনের নাগরিক ঝং কেজুন (৪৬)। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঝং কেজুন চীনের গুয়াংসি লিউঝো শহরের বাসিন্দা এবং পেশায় চাকরিজীবী।
জানা গেছে, এক বছর আগে একটি সোশ্যাল মিডিয়ায় রাজবাড়ীর বিনোদপুর গ্রামের রুমা খাতুনের সঙ্গে পরিচয় হয় ঝং কেজুনের। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই চীন থেকে বাংলাদেশে আসেন ঝং কেজুন।
রুমা খাতুন বলেন, আমি এসএসসি পাশের পর আর পড়ালেখা করিনি। এক বছর আগে তাদের পরিচয় হয়। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। ঝং কেজুন প্রথমে বাংলাদেশে এসে আমার বাড়িতে আসেন। কিন্তু পরিবার রাজি না থাকায় ফরিদপুরে চলে যান। পরে পরিবারের সম্মতিতে গত ২ সেপ্টেম্বর কোর্টে বিয়ে করি। সে আমাকে চীনে নিয়ে যাবে।
রুমার বাবা জানান, প্রথমে এ বিয়েতে রাজি ছিলাম না। পরে পরিবারের লোকদের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেই। মেয়ে রাজি থাকায় বিয়ে হয়েছে।
গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে রুমা খাতুনকে বিয়ে করেন তিনি। পরে মসজিদের ইমামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়।