বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে মোবাইল কোর্টের অভিযানে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
জানা গেছে, বাজারে মৃত ছাগলের মাংস বিক্রি হচ্ছে এমন অভিযোগ পাওয়া যায়। বিষয়টি যাচাই করতে উপজেলা প্রশাসন ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তে মৃত পশু বিক্রির কোনো প্রমাণ মেলেনি। তবে বিক্রেতা ইব্রাহিম (সিরাজের ছেলে, গ্রাম বকশিবাড়ী) স্বীকার করেন যে তিনি শনিবার একটি ছাগল জবাই করে মাংস ফ্রিজে রেখেছিলেন এবং পরদিন আরেকটি ছাগল জবাই করে বিক্রি করছিলেন।
এ অভিযোগের বাইরে গিয়ে দেখা যায়, দোকানে দুই ধরনের মানের মাংস বিক্রি হলেও কোনো মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি এবং আলাদা করে চিহ্নিতও করা হয়নি। এতে ভোক্তাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ইব্রাহিমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সঠিকভাবে মূল্যতালিকা প্রদর্শন ও ভোক্তা অধিকার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।