রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের ১ম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর-২০২৫) নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় রাজস্ব খাতের উঠান বৈঠক আয়োজন অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের টেংরাপাড়া গ্রামের ইউপি সদস্য রিমা সুলতানার বাড়ির উঠানে।
এছাড়া “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের ১ম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর-২০২৫) জিওবি খাতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয় একই দিন বিকেল সাড়ে চারটায় রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মতিয়াগাছা গ্রামের ফারুক মোল্লার বাড়ির উঠানে।
তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে উক্ত উঠান বৈঠকে বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সদস্য রীমা সুলতানা। এছাড়াও উক্ত উঠান বৈঠকে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রচার ও সমন্বয়), গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি প্রতিযোগিতা-২০২৫, বৈষম্যহীন জাতি গঠন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ, গুজব, বাল্য বিবাহ, যৌতুক, ইভিটিজিং, পরিস্কার পরিচ্ছন্নতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, আইনিগত সহায়তা প্রদানে জেলা লিগ্যাল এইড অফিসের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।