ঠিকাদারের মাধ্যমে রেলওয়ে আউটসোসিংয়ে জনবল নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজবাড়ী রেলওয়ের সব-ডিবিশনের অস্থায়ী কর্মচারীবৃন্দ। বুধবার দুপুরে রাজবাড়ী রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী রেলওয়ে শ্রমিক জোটের সভাপতি পরিমল কুমার অধিকারী, সহ-সভাপতি আব্দুর বাতেন মিয়া, রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক দপ্তর জাকির হোসেন, আনোয়ার হোসেন, গেটকিপার সনাতন কুমার বিশ্বাস, সজিব বিশ্বাস, গেটকিপার জসিম উদ্দিন, ফুল মিয়া, পরিচ্ছন্নকর্মী রাবেয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজস্ব খাতে আওতাভূক্ত হবার আশায় রাজবাড়ী রেলওয়ে সাব ডিবিশনের মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক, সিগন্যাল, মেডিকেল সহ কয়েকটি শাখার প্রায় ৩ শতাধিক কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কাজ করে আসছে বহু বছর। ২০১৭ সালের গেজেট অনুযায়ী তাদের ৩ বছর কাজ করার পর রাজস্ব খাতে স্থায়ী করার কথা ছিল। কিন্তু চলতি বছরের ৩০ মে এক প্রজ্ঞাপনের আউটসোসিং ও ঠিকাদারের মাধ্যমে আগামী ৩০ জুনের পর জনবল নিয়োগের কথা বলা হয়। সুতরাং বাধ্য হয়ে রাজস্ব খাতে স্থায়ী হতে আন্দোলন করতে হচ্ছে।