রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে রায়পুর কালী ও দুর্গা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। দিনব্যপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল পূজা অর্চনা, মঙ্গল শোভাযাত্রা এবং প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, এসআই সুকদেব, মন্দিরের সভাপতি সন্তোষ কুমার দাস, সাধারণ সম্পাদক প্রভাষ চন্দ্র দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা রিপোর্টাস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল খান, পূজায় পৌরহিত্য কনক কুমার রায়।