এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ীর বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভা শুরু করেছে। শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলা সদরের খানগঞ্জ বাজারে গনসংযোগ ও পথসভার করে। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাড. নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা বায়তুল মাল সম্পাদক ফেরদৌস রহমান, জেলা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রফেসর হেলাল উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রঞ্জু বিশ্বাস, সাধারণ সম্পাদক কবির উদ্দিন, পৌর যুব বিভাগ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।