কয়েকদিনের টানা বর্ষণ ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনবসতিপূর্ণ এলাকার যানবাহন চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙে চলাচলে বাধার সৃষ্টি হয়েছে। ফলে অসুবিধায় পরেছে এলাকাবাসী। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সামজদ্দিন বেপারী পাড়া রফুর দোকান হতে ওহেদ খাঁ পাড়া পাকা রাস্তা পর্যন্ত ইটের সোলিংকৃত রাস্তাটি টানা বর্ষণ ও বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। যানবাহন চলাচলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় তিন কিলোমিটার ইটের তৈরি রাস্তাটির একের অধিক জায়াগায় বৃষ্টির পানির স্রোতে ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় অসুবিধায় পরেছে এলাকার লোকজন। ওই এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সামজদ্দিন বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় দুই কিলোমিটার পথ হেঁটেই স্কুলে আসতে হচ্ছে। দু একটা রিক্সা বা অটো চলাচল করলেও মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পরতে হচ্ছে।
এলাকাবাসী জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙ্গে গেছে। এতেকরে আমাদের চলাচল করতে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। কৃষি পন্য আনা নেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাটি মেরামত করা না গেলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আগে থেকেই মেরামতের পদক্ষেপ নিলে অন্তত রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারত। সেক্ষেত্রে ভোগান্তিও কম হতো।
শিক্ষক রফিকুল ইসলাম, প্রবাসী সাইফুল বারী সুজনসহ বেশ কয়েকজন এলাকাবাসী রাস্তাটি দ্রুত মেরামত করতে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।