রাজবাড়ী সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও হামলার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকার বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার, ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিম, আবুল হোসেন, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আব্দুস সালাম মন্ডল ও ব্যবসায়ী ফয়সাল আহম্মেদ প্রমুখ। এসময় চন্দনী বাসস্ট্যান্ড ব্যবসায়ীগণ সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চন্দনী বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বিশ্বনাথ বিস্বাসের বাড়িতে ডাকাতি ও তার উপর হামলার প্রতিবাদ জানাই। বেশ কয়েকদিন হয়ে গেছে, এখনো কোনো অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। আমরা প্রশাসনের কাছে এ ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি। চন্দনীতে এর আগে এরকম কোনো হামলা ও ডাকাতির নজির নেই। এ ঘটনার পর আমরা এখন খুবই নিরাপত্তাহীন বোধ করছি, আতঙ্কে সময় কাটাচ্ছি। আমরা চন্দনী বাসীর নিরাপত্তায় নিয়মিত পুলিশের টহলসহ প্রশাসনের তৎপরতার দাবি করি।