রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ পুরিয়া হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তিনি হলেন রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর বেপারী পাড়া গ্রামের মো. শাহাদত বিশ্বাসের ছেলে মো. সাগর বিশ্বাস (২২)। সাগর বর্তমান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হাট গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় এস আই মো. ফরিদ মিয়া সংগীয় ফোর্সসহ ২৩ মে শুক্রবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর মেইন গলির কাশেমের বোডিংয়ের সামনে হতে ৫২ পুরিয়া হেরোইন সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলার পর শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।