গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতা করেন পাট অধিদপ্তরের উপপরিচালক (পণ্য ও পরিদর্শন) মুহাম্মদ ওবায়দুর রহমান।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রসুল, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাঈমুর রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আবু রায়হান প্রমুখ।