ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (পাস কোর্স) করার দাবিতে ২৩ এপ্রিল থেকে আন্দোলনে নেমেছে নার্সিং শিক্ষার্থীরা। গত কয়েকদিন আলাদাভাবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সভা সমাবেশ করলেও এখন সম্মেলিতভাবে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে নামেন নার্সিং শিক্ষার্থীরা। প্রথম দিকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন তারা। ২৬ এপ্রিল থেকে ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্রাকটিস বর্জন করে স্ব স্ব প্রতিষ্ঠানের সামনে সভা সমাবেশ করে আসছেন শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টার দিকে রাজবাড়ীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গনে অবস্থান নেয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি পাবলিক হেলথমোড়, বড়পুল, আনসার ক্যাম্প হয়ে আবার একই স্থানে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন। আন্দোলনে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট, রাজবাড়ী আইডিয়াল নার্সিং কলেজ, রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশ নেন।
রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সজীব মিয়া বলেন, ডিপ্লোমা একটি তিন বছরের কোর্স। এইসএসসি পাশ করে এই কোর্সে ভর্তি হতে হয়। যারা তিন বছরের ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়ে সম্পূর্ণ করে তাদের সার্টিফিকেটের মান আমাদের চেয়ে ভালো। আমরা একই সময়ে তিন বছরের কোর্স করি। কিন্তু আমাদের সার্টিফিকেটের মান এইসএসসি সমমানের। তাই আমরা এই আন্দোলনে নেমেছি। আমাদের উপযুক্ত সম্মান প্রদান করতে হবে।
রাজবাড়ী নার্সিং ইনস্টিটিটের শিক্ষার্থী মানিক সরদার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ি আমরা সকল ধরণের পরীক্ষা ক্লাস, ক্লিনিক্যাল প্রাকটিস বর্জন করেছি। এতদিন আমরা শুধুমাত্র ক্যাম্পাসের মধ্যে আন্দোলন করেছি। গত দুই বছর ধরে আমাদের আন্দোলন চলমান রয়েছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
রাজবাড়ী নার্সিং ইনস্ট্রাকটর ইনচার্জ রুমা হাজারিকা বলেন, শিক্ষার্থীরা একটি যৌক্তিত দাবিতে আন্দোলনে নেমেছে। তার ক্লাস, পরীক্ষা বন্ধ করে দিয়েছে। এতে তাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। তারা যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছে। এই দাবির প্রতি সরকারের বিবেচনা করা উচিত।