পরিবেশ বিপর্যয়ের অভিযোগে আমিন এগ্রো ফার্ম লিমিটেড ও অর্ণব জৈব সার কারখানা বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগ পেয়ে সরেজমিনে এসেছেন চার সদস্যের তদন্ত কমিটি।
রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ডিগ্রীচর চাদপুর এলাকায় আমিন এগ্রো ফার্ম লিমিটেড ও অর্ণব জৈব সার কারখানা স্থায়ীভাবে বন্ধ করার জন্য এলাকাবাসী গণস্বাক্ষরযুক্ত লিখিত আবেদন ও অভিযোগ রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বরাবর জমা দেন স্থানীয় বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল।
আবেদনে মুরগীর খামার বিষ্ঠা ও মাছের খাদ্য, ভেজাল জৈবসার উৎপাদন কেন্দ্র থেকে সৃষ্ট দুর্গন্ধ, পরিবেশ বির্পর্যয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক স্থায়ী ভাবে করাখানাটি জনস্বার্থে বন্ধ করার আবেদন করা হয়। এছাড়াও বিষ্ঠা ও সার কারখানার ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসের মাধ্যমে ছড়িয়ে বায়ু দূষণ হওয়ার ফলে এলাকায় বসবাসকারী লোকজন বিশেষভাবে শিশুরা সর্দি ও কাশি, বমি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, চর্মরোগ, ফুসফুসের সংক্রমন ও ডায়রিয়া সহ বিভিন্ন মারাত্বক রোগে ভূগছেন বলেও উল্লেখ করেন।
আবেদনের ভিত্তিতে অর্ণব জৈব সার কারখানাটি সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়। অভিযোগ আমলে এনে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মারিয়া হক একটি তদন্ত কমিটি গঠন করেন। বুধবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক এর নেতৃত্বে একটি দল এসে তদন্ত শুরু করেন। তদন্ত কমিটিতে ছিলেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মো. জনি খান, রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন অর রশীদ, রাজবাড়ী সদর উপজেলা সমবায় অফিসার অসীম কুমার নাগ।
তদন্ত কমিটির প্রধান রাজবাড়ী সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক জানান, অভিযোগের ভিত্তিতে যে তদন্ত কমিটি করা হয়েছে সেটা আজকে এখানে ভিজিট করেছে। ভিজিট করে দুই পক্ষের কথা শুনেছি। এবং আমরা আশে পাশের সব দেখেছি দেখার পরে এখন আমরা এর বেশি আর কিছু বলতে পারছি না। আমরা আমাদের রিপোট পেশ করবো। তারপর যথাযথ কতৃপক্ষ যারা আছে তারা ব্যবস্থা নেবে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মারিয়া হক জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কাজ চলমান। শেষ হলে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।