রাজবাড়ীতে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, রাজবাড়ীর অতিরিক্ত পুলশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, ফরিদপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক সৌমেন বড়–য়া, রাজবাড়ী সদর উপহেজলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক প্রমুখ।
বক্তারা বলেন, মালিকের সাথে শ্রমিকদের সুসম্পর্ক থাকলে উভয়ের জন্যেই ভালো। যদি কোনো মালিক তার ব্যবসা প্রতিষ্ঠানকে ভালো জায়গায় নিয়ে যেতে চায়, তাহলে তার উৎপাদনশীলতা বাড়াতে হবে। এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রমিকরা। কারণ মালিকরা শ্রমিকদের ওপর ভর করেই তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু মনের সংকীর্ণতার কারণেই মালিক ও শ্রমিকদের মধ্যে দূরত্ব তৈরি হয়।