শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৩ Time View

রাজবাড়ীর গোয়ালন্দে ‘গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়ন’ নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার বিকেলে গোয়ালন্দ শহরের মৃধা প্লাজা বড় মসজিদ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ সংগঠনের আত্মপ্রকাশ হয়। দৈনিক কালবেলার প্রতিনিধি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে দৈনিক কালবেলার রেজাউল করিমকে আহ্বায়ক এবং দৈনিক মানবজমিন ও এশিয়ান টেলিভিশন এর প্রতিনিধি মো. সুজন খন্দকারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি সোহেল রানা চৌধুরী ও দৈনিক সকালের সময় রাজবাড়ী জেলা প্রতিনিধি সুমির কান্তি বিশ্বাস। যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিভিশন এর রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী সার্কেল এর পরিচালক তাইফুর রহমান তুষার ও দৈনিক বাংলাদেশ সমাচার এর রাজবাড়ী জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com