রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জামালপুর বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় জামালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাবেক মো রঞ্জু সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নির্বাচন করলে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেই দলীয় নমিনেশন আনতে হবে। মাঠে যখোন নেমেছি বিজয় ছিনিয়ে আসবো। বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের নামে নির্বচন বিলম্বের পায়তারা করছে। আগামী ডিসেম্বরই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। না হয় দাবি আদায়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অন্যানের মাঝে বক্তৃতা করেন কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কে এম আইনুল হাবিব,বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহশিন খান, বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান, এসময় তিন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।